তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে গরম কাপড় ও খাবার বিতরণ
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গরম কাপড় ও খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্র্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পৃথম পৃথক ভাবে এই গরম কাপড় ও খাবার বিতরণ করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সরকারি প্র্রাথমিক বিদ্যালয় ও দেবনগড় ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু ও প্রথম শ্রেণীর শিক্ষার্র্থীদের মাঝে অপরদিকে, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌস উপজেলার তিরনইয়ের ভোলাজোত, বুড়াবুড়ি শিলাইকুটি, বালাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন জানান, এই উপজেলায় শীতের তিব্রতা একটু বেশি। তাই এই শীতে শিক্ষার্থীদের স্কুলমূখী রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গরম কাপড় ও শুকনো খাবার বিতরণ করছি ।
এ সময় স্কুলের প্রধান শিক্ষক সহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।