ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মনোনয়ন পেলেন তাবিথ

আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে  (ডিএনসিসি)) বিএনপির মনোনয়ন পেয়েছেন তাবিথ আউয়াল । মনোনয়ন পাওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাবিথ আউয়াল বলেছেন, এর মধ্য দিয়ে খালেদা জিয়া তরুণদের অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করলেন।

ঢাকা উত্তরে আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে দলের মেয়র প্রার্থী হিসেবে তাবিথ আউয়ালকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয় খালেদা নেতৃত্বাধীন দলের মনোনয়ন বোর্ড।

মেয়র পদে বিএনপির প্রার্থী হতে আগ্রহী তাবিথসহ পাঁচজনের মধ্যে চারজন সোমবার রাতে উপস্থিত ছিলেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। তারা সাক্ষাৎকার দিয়ে অপেক্ষায় ছিলেন সিদ্ধান্ত জানতে।

রাত সাড়ে ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিদ্ধান্ত জানানোর পর তাবিথ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক আগেই বলেছিলেন যে, আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ।

“সেই ধারাবাহিকতায় আজকে আমরা দেখতে পাচ্ছি, উনি (খালেদা জিয়া) প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন। আগামীতেও আমরা দেখব এই রাজনৈতিক দলের মাধ্যমে দেশে সেবাতে তরুণরা এগিয়ে আসবে।”

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের গত নির্বাচনেও বিএনপির সমর্থনে মেয়র প্রার্থী হয়েছিলেন তাবিথ। তখন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হকের কাছে এক লাখের বেশি ভোটে হারেন। তবে সেবার ভোট গ্রহণের মাঝপথে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন তিনি।

এবার তাকে প্রার্থী করার ক্ষেত্রে তার গত নির্বাচন করার অভিজ্ঞতাকেও বিবেচনায় নেন খালেদা।

এখন পর্যন্ত প্রচারে না নামা তাবিথ সাংবাদিকদের জিজ্ঞাসায় বলেন, “এই মুহূর্তে আমি আর কিছু বলব না। অফিশিয়ালি নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার পর প্রার্থী হিসেবে আমি আপনাদের সামনে আবার আসব।” দলের অন্য যারা প্রার্থী হতে চেয়েছিলেন, তাদের সহযোগিতা পাওয়ার আশাও করেন তিনি।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *