ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়া উচিত – প্রেসিডেন্ট মুন
দুই কোরিয়ার মধ্যে শান্তি আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন।
গতকাল সোমবার তিনি সিনিয়র সচিবদের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন বলে দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন।
মুন বলেন, আমরা শান্তি চাই। আর সেই শান্তির শুভসূচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই তিনি শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য বলে মনে করি।