ঠাকুরগাঁওয়ে রহিমানপুর ইউনিয়নের সামনে সড়ক দূর্ঘটনায় নিহত-১
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় তহুরা বেগম নামে একজন নিহত হয়েছে। আহত হয়ে আরো ৩জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বালিয়াডাঙ্গী উপজেলা থেকে ছেড়ে আসা একটি থ্রি হুইলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌছালে এক সাইকেল আরোহী রাস্তা পার হতে গেলে সংঘর্ষ হয়। এসময় থ্রি-হুলাইলারটি উল্টে যায়। এসময় ঘটনাস্থলে থ্রি-হুইলারের এক যাত্রী নিহত হয়।
সাইকেল আরোহীসহ আহত হয় আরো ২ যাত্রী। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। নিহত যাত্রী বালিয়াডাঙ্গী উপজেলার রুপগঞ্জ গ্রামের বাসিন্দা তহুরা বেগম (৫৫)।
এ বিষয়ে সদর থানার এসআই খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে।