ঠাকুরগাঁওয়ে এক সন্তানের জনক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে রবিউল ইসলাম রবি নামে এক যুবক ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে নিয়ে পালিয়ে গেছে।
রবিউল ইসলাম রবি ব্যক্তি জীবনে এক সন্তানের জনক ও সালন্দর ইউনিয়নের সিংপাড়া এলাকার সিদ্দিল আলীর ছেলে।
নিখোঁজ মেয়েটি সদর উপজেলার হাজী কমরুল হুদা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
এর আগে গত ২২ মে মঙ্গলবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে মেয়েটি নিখোঁজ হয়।পরে মেয়ের পরিবার বিভিন্ন জায়গায় খোজ খবর নিয়ে জানতে পারে তাদের মেয়েকে পার্শ্ববর্তী গ্রামের সিদ্দিক মিস্ত্রীর ছেলে তাকে অপহরণ করেছে।এমন সংবাদে মেয়ের মা ওহিদা খাতুন বাদি হয়ে চারজনকে অভিযুক্ত করে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন-রবিউল ইসলাম রবি, রবির পিতা সিদ্দিক মিস্ত্রি,ভাই কামরুল ও মজনু মিয়া।
এদিকে অভিযোগ দাখিলের দু’দিন অতিবাহিত হলেও মামলা না হওয়ায় ও আসামী গ্রেফতারে কোন পদক্ষেপ না নেওয়ায় ভুক্তভোগি পরিবার অসহায় অবস্থায় দিনানিপাত করছেন।
এ বিষয়ে সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি অবগত হওয়ার পর মেয়ের পরিবারকে আইনি প্রক্রিয়ায় যাওয়ার পরামর্শ দিয়েছি।বার বার মৌখিকভাবে বলার পরও কেন মামলা এন্ট্রি হচ্ছে না তা বুঝতে পারছি না।