টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে আবারও রাবাদা
চলমান অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্টে খেলতে পারবেন না প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা আচরবিধি ভঙ্গের কারণে নিষেধাজ্ঞা পাওয়ায়। সোমবার এমন নিষেধাজ্ঞা পেয়ে স্বাভাবিকভাবেই মন খারাপ রাবাদার। কিন্তু মঙ্গলবার সুসংবাদই পেলেন তিনি। আবারও আইসিসি র্যাঙ্কিংয়ে টেস্ট বোলারদের তালিকায় শীর্ষে উঠলেন রাবাদা। ইংল্যান্ডের ডান-হাতি পেসার জেমস এন্ডারসনকে সরিয়ে শীর্ষে উঠেন তিনি।
পোর্ট এলিজাবেথে সোমবার শেষ হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে ১৫০ রানে ১১ উইকেট নেন দ্বিতীয় স্থানে থাকা রাবাদা। তার এমন বিধ্বংসী বোলিং নৈপুণ্যে ৬ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা আনে দক্ষিণ আফ্রিকা।
সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে নতুন র্যাঙ্কিং ঘোষণা করে আইসিসি। সেখানে ৯০২ রেটিং নিয়ে শীর্ষে উঠে আসেন রাবাদা। ৮৮৭ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে যান এন্ডারসন। ২৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ৯শ’ রেটিং স্পর্শ করলেন রাবাদা। দক্ষিণ আফ্রিকার চতুর্থ বোলার হিসেবে এমন কৃতিত্ব গড়লেন তিনি। এর আগে ভারনন ফিলান্ডার, শন পোলক ও ডেল স্টেইন টেস্ট ক্যারিয়ারে ৯শ’ বা তার বেশি রেটিং অর্জন করেছিলেন।
এদিকে, সিরিজের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে অপরাজিত ১২৬ রান করেন দলের সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তাই র্যাঙ্কিং তালিকায় পাঁচ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন ডি ভিলিয়ার্স। ব্যাটসম্যানদের তালিকায় যথারীতি শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।