টেকসই সমাজ গড়তে পুলিশিং কমিটির ভূমিকা অন্যতম -অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল
রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল পৌরসভার ২নং ওয়ার্ড বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল আলম বলেন, টেকসই সমাজ গঠনে পুলিশিং কমিটি দেশে আজ অন্যতম অবদান রাখতে সক্ষম হয়েছে। পুলিশিং কমিটির সহযোগিতায় সমাজ থেকে অন্যায়, দূর্ণীতি, মাদক প্রতিরোধী অভিযানে সফলতা আসছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেফাউল আলম সেফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার রাণীশংকৈল জোন মোঃ হাসিরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আহম্মদ হোসেন বিপ্লব, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, মহিলা আ’লীগ নেত্রী মোছাঃ ফরিদা ইয়াসমিন, সাংস্কৃতি ব্যক্তিত্ব মোঃ তাজুল ইসলাম, মহাদেব বসাক, কমরেড মোঃ তৈমুর রহমান প্রমুখ। উল্লেখ্য, একই সাথে নয়টি ওয়ার্ডের কার্যালয় উদ্বোধন ঘোষনা করা হয়। বিভিন্ন পেশা জীবির মানুষ এ সময় উপস্থিত ছিলেন।