জলঢাকায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ একটি ইউনিয়ন

শরিফুল ইসলাম প্রিন্স, জলঢাকা: নীলফামারী জলঢাকা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঘুর্নিঝড় এবং শিলাবৃষ্টিতে একটি ইউনিয়নের ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। আহত হয়েছে দুইজন এরা হলেন, গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর চরভরট এলাকার পরশ আলীর স্ত্রী ছকিনা বেগম (৩২) ও একই গ্রামের রহম আলীর সহধর্মীনি আনোয়ারা বেগম (৩৫)। আহত দুজনকে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের কালবৈশাখী ঘুর্ণিঝড় ও শিলাবৃষ্টির তান্ডবের শিকার হয় পুরো ইউনিয়ন। শিলাবৃষ্টির আঘাতে প্রায় ৪ শত পরিবারের ঘরের টিনের ব্যাপক ক্ষতি সাধিত হয়। এরই মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোজ খবর নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা ত্রাণ শাখার কর্মকর্তারা। এদিকে শিলাবৃষ্টিতে ওই এলাকার ভুট্টাচাষীদের ক্ষতি হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজুল হক বলেন আকষ্মিক এই বৃষ্টিতে ভুট্টা ছাড়া অন্য কোন ফসল ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। শনিবার ওই ইউনিয়ন ঘুরে দেখা যায় শুক্রবার কয়েকদফা শিলাবৃষ্টির কারনে সবজি ক্ষেতেরও ব্যাপক ক্ষতি হয়। ক্ষতি হয় আম ও লিচু গাছের মুকুলের। গোলমুন্ডা ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসাইন বলেন, আমার ইউনিয়নে শিলাবৃষ্টি ও ঘুর্ণিঝড়ে ৪টি ওয়ার্ডের বাসিন্দাদের ঘরের চালের ব্যাপক ক্ষতি হয়েছে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *