জলঢাকায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

শরিফুল ইসলাম প্রিন্স, জলঢাকা: মানসন্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও উদ্ধুদ্বকরনে উপজেলার ২ শত ৪৬টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক হাজার ৫’শত শিক্ষকদের নিয়ে সমাবেশ করেছে জলঢাকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শনিবার দিনব্যাপী সমাবেশ থেকে ২০০৬ সাল থেকে ২০১৭ পর্যন্ত ২ শত ৭৫ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা অবসরে গেছেন তাদের প্রত্যেককে সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। উপজেলা পরিষদ প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গণ সমাবেশে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাজাহানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, বিভাগীয় উপ পরিচালক (ভারপ্রাপ্ত) প্রথমিক শিক্ষা রংপুর বিভাগ সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান, ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ, রিভা আমজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, জেল শিক্ষা কর্মকর্তা ওসমান গনি, শিক্ষা অফিসার প্রধমিক শিক্ষা রংপুর বিভাগ নজরুল ইসলাম, জলঢাকা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোসফেকুর রহমান, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকদের মাঝে সন্মাননা ক্রেস ও মান পত্র প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন জলঢাকা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আতাউর গনি ওসমানি ও কৃষ্ণা কাবেরী।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *