জলঢাকায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত: গ্রেফতার-৩
জলঢাকা(নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় রবিবার সন্ধায় প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম নজরুল ইসলাম (২৮)। তার বাড়ী উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভাবনচুর শ্যামপুর পাড়ায়। সে ওই পাড়ার আবু মামুদের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে সোমবার সকালে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃতরা হলেন, মনির উদ্দিন, রশিদুল ইসলাম ও রবিউল ইসলাম। ওই ওয়ার্ডের ইউপি সদস্য তছলিম উদ্দিন বলেন,দীর্ঘদিন যাবত মজা মামুদের সাথে একই গ্রামের মনির উদ্দিনের সরকারী টিউবওয়েলের পানি ব্যবহার নিয়ে বিবাদ চলছিল। ঘটনার দিন রবিবার সন্ধ্যায় পুনরায় তাদের মধ্যে একই ঘটনা নিয়ে ঝগড়া শুরু হলে তা এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয় । এসময় দু’পক্ষের সংঘর্ষ থামাতে গেলে প্রতিপক্ষের দেশিও অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত হয় নজরুল। পরে তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা স্বীকার করে তদন্তকারী কর্মকর্তা এস আই প্রবীর বলেন, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।