জলঢাকায় জেএমবি সদস্য গ্রেফতার
জলঢাকা প্রতিনিধি, নীলফামারী:
নীলফামারীর জলঢাকায় এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ সকালে উপজেলার খুটামারা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জেএমবি সদস্যর নাম মশিউর রহমান ওরফে মশিয়ার মাষ্টার (৪৯)। জেএমবি সদস্য মশিউরের পিতার নাম খলিলুর রহমান। বাড়ি উপজেলার খুটামারা ইউনিয়নের পশ্চিম খুটামারা। তার বিরুদ্ধে জলঢাকা থানায় সন্ত্রাস, নাসকতা ও বিষ্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। এসআই প্রবীর সরকার জানান, দীর্ঘদিন থেকে জেএমবি সদস্য মশিউর রহমান পলাতক ছিল। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খুটামারা ইউনিয়নের চৌপুথি নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, মশিউর রহমান একজন সক্রিয় নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্য।
জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত জেএমবি সদস্যকে বিষ্ফোরক মামলা আইন ২০০২ এর ৩ (ক) / ৪ ধারায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।