ছিদামহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন
আমিরুল ইসলাম, রংপুর: রংপুরের পীরগাছা উপজেলাধীন ছিদামহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠিত হয়েছে।
রবিবার দুপুর ২টায় বিদ্যালয় হলরুমে সর্বসম্মতি ক্রমে ২০১৮,২০১৯-২০২০ইং কার্য মেয়াদে ১১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সর্ব সম্মতিতে প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি পারুল ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎসায়ী সদস্য মো. মন্তাজুর রহমান জিল্লালকে সভাপতি এবং অভিভাবক সদস্য মো. নুর হোসেনকে সহ-সভাপতি করে তিন বছর মেয়াদে ১১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষনা দেন বাংলাদেশ আ’লীগ পীরগাছা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল হান্নান মন্ডল।
কমিটির কার্য নির্বাহী পর্ষদের অন্য সদস্যরা হলেন, নিলুফা ইয়াছমিন (সদস্য সচিব), মো. কামরুজ্জামান (শিক্ষক প্রতিনিধি), মজিবর রহমান (ইউপি সদস্য), রোকেয়া বেগম (বিদ্যুৎসায়ী), শাহজাহান আলী (শিক্ষক প্রতিনিধি), আব্দুল হাকিম (জমি দাতা সদস্য), আলমগীর হোসেন (অভিভাবক), আমেনা বেগম (অভিভাবক), ও কুলছুম বেগম (অভিভাবক)।
এসয় উপস্থিত ছিলেন বাংলাদেশ আ’লীগ পীরগাছা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. তছলিম উদ্দীন, পারুল ইউনিয়ন শাখার সভাপতি মো. তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাক্ষ এবিএম মিজানুর রহমান সাজু, বিএনপি পারুল ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মোস্তাফিজার রহমান রাজা, ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. আতোয়ার রহমান, ইউপি সদস্য মজিবর রহমান, ছিদামহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা ইয়াছমিনসহ অত্র প্রতিষ্ঠানের অভিভাবক ও সুধীবৃন্দ।