ছিটকে পড়ল কোপ দেল রে থেকে রিয়াল
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ পার করছে দুঃস্বপ্নের একটি বছর। বলতে গেলে বছরের মাঝপথে এসেই হারিয়ে ফেলেছেন লা লিগার স্বপ্ন। এবার লেগানেসের কাছে হেরে কোপা দেল রে থেকেও ছিটকে গেল জিনেদিন জিদানের দল।
প্রথম লেগে ১-০ গোলে জিতলেও বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে ২-১ গোলে হেরেছে রিয়াল। এতে স্কোরলাইন ২-২ হলেও অ্যাওয়ে গোলে পিছিয়ে থাকায় বিদায় নিল তারকা সমৃদ্ধ রিয়াল মাদ্রিদ।
শুরু থেকে দারুণ খেলতে থাকা লেগানেস ৩১তম মিনিটে এগিয়ে যায়। দলকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার হাভিয়ের এরাসো। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে রিয়াল। ৪৭তম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান বেনজেমা। তবে সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। মাত্র ৪ মিনিট পরই গাব্রিয়েলের দারুণ হেডে এগিয়ে যায় লেগানেস।