চোর সন্দেহে নারায়ণগঞ্জে এক যুবককে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় চোর সন্দেহে রাসেল(৩৪) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত রাসেল নারায়ণগঞ্জ সদর উপজেলার পুরাতন সৈয়দপুর সরদার বাড়ি এলাকার মৃত আলী বকসের ছেলে।
রবিবার ভোরে ফতুল্লার ভোলাইল মরাখাল পাড় এলাকায় এ ঘটনা ঘটে। রাসেলের কাঁচামালের ব্যবসা ছিল। তিনি ভোলাইল গেদ্দার বাজার এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল জানান, রবিবার ভোরে রাসেল মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন পিটিয়ে মেরেছে। তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। তারপরও ঘটনাটির আসল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।