চীনের শানঝি প্রদেশে ভূমিধ্বস, নিহত ৩
চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশে ভূমিধসের ঘটনা ঘটে এবং মাটি চাপায় তিন জন মারা গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর সিনহুয়া’র।
স্থানীয় গণযোগাযোগ বিভাগ জানায়, সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৫৭ মিনিটের দিকে লিউলিয়াং নগরীর লিশি জেলার সাইজিয়াঝুয়াং গ্রামে এই ভূমিধস হয়। শতাধিক লোক উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। সিনহুয়া।