চলতি বছরে দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৩৪ লাখ – আইনমন্ত্রী
দেশের আদালতসমূহে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা ৩৩ লাখ ৯৫ হাজার ৬৪৯টি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
এর মধ্যে দেওয়ানি মামলার সংখ্যা ১৩ লাখ ৯০ হাজার ২০৯টি ও ফৌজদারি মামলার সংখ্যা ১৯ লাখ ১৮ হাজার ৫২৭টি এবং অন্যান্য (কনটেম্পট পিটিশন/রিট/আদিমসহ) মামলার সংখ্যা ৮৬ হাজার ৯১৩টি।
গতকাল জাতীয় সংসদে বেগম সানজিদা খানমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বিচারক নিয়োগের বিষয়ে বলেন, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগে ৩ জন ও হাইকোর্ট বিভাগে ২৮ জন বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া অধস্তন আদালতে মোট ৪২৭ জন সহকারী জজ নিয়োগ দেয়া হয়েছে।
তিনি বলেন, সরকার নারী ও শিশু নির্যাতন অপরাধ দমনসংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আরও ৪১টি ট্রাইব্যুনাল ও ২টি সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সৃজন করেছে এবং
ওই ট্রাইব্যুনালসমূহের জন্য ২০৫টি সহায়ক পদও সৃজন করা হয়েছে। নতুন এ পদগুলোতেও বিচারক নিয়োগ দেয়া হয়েছে।
নতুন বিচারক নিয়োগের ফলে বিচারাধীন মামলার সংখ্যা কমে আসবে বলেন আইনমন্ত্রী।
এছাড়া আশা করছি খুব শিগগিরই রাষ্ট্রপতি আপীল বিভাগে কিছু সংখ্যক বিজ্ঞ বিচারক নিয়োগ করবেন।