চট্টগ্রামে হেযবুত তওহীদের মতবিনিময় সভা
বিডিপত্র ডেস্ক: সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতাসহ সকল প্রকার অন্যায় দূর করে শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে দেশব্যাপী নিঃস্বার্থ কার্যক্রম চালিয়ে যাচ্ছে মানবতার কল্যাণে নিবেদিত আন্দোলন হেযবুত তওহীদ। এরই ধারাবাহিকতায় শনিবার চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ৭নং কুমিরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় সুধীবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এদিন সকালে অনুষ্ঠিত এ সভায় ‘চলমান সংকট মোকাবেলায় করণীয়’ প্রসঙ্গে আলোচনা হয়।
সীতাকুন্ড উপজেলা হেযবুত তওহীদের সভাপতি আজমল হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৭নং কুমিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মোরশেদ হোসাইন চৌধুরী। এতে মুখ্য আলোচক ছিলেন জেলা হেযবুত তওহীদের সদস্য মো. নাঈম উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা হেযবুত তওহীদের সভাপতি নজরুল ইসলাম সবুজ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল বশর, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শাহ, কুমিরা ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মো. সালাহ উদ্দিন, কুমিরা ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাহাব উদ্দিন, বিশষ্ট নেতা আবুল কাসেম, আবদুল মোতালেব, জাফর আহমেদ।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনেরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলে হেযবুত তওহীদের জনকল্যাণমূলক কার্যক্রমকে সাধুবাদ জনান এবং এ কাজে সহযোগিতার আশ্বাস দেন।