চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
কুমিল্লার বানাসোয়া এলাকায় যাত্রীবাহী একটি ডেমু ট্রেনের সঙ্গে একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়েছে। এতে করে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ।
শনিবার সকাল সোয়া নয়টার দিকে জেলার বানাসোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ওই ডেমু ট্রেনের একটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়ে পড়েছে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানান, আখাউড়া থেকে যাত্রীবাহী একটি ডেমু ট্রেন কুমিল্লা আসার পথে বানাসোয়া রেলক্রসিং এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ডেমু ট্রেনের একটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে রেলওয়ের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, লাকসাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের দিকে রওয়ানা করেছে। ঘণ্টা দুয়েকের মধ্যেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে। এই দুর্ঘটনার কারণে ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস কুমিল্লা স্টেশনে এবং ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ময়নামতি স্টেশনে আটকা পড়েছে।