গ্যালাক্সি এস নাইন চার্জ হবে কেসিংয়ে
জিরোলেমন নামের একটি প্রতিষ্ঠান স্যামসাংয়ের নতুন ফ্লাগশিপ ডিভাইস গ্যালাক্সি এস নাইন প্লাসের জন্য নিয়ে এল বিশেষ পাওয়ার ব্যাংক। এটি একটি কেসিং। কেসিংটি ব্যবহার করলে ফোনটি চার্জ হবে। এতে ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
সম্প্রতি বাজারে আসা গ্যালাক্সি এস নাইন প্লাসে রয়েছে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। কিন্তু বড় ডিসপ্লে এবং দ্রুত গতির প্রসেসরের কারণে এর চার্জ ফুরাবে দ্রুত। এই সমস্যার সমাধানে জিরো লেমন তাদের নতুন এই পাওয়ার ব্যাংকটি বাজারে আনে। যদিও স্যামসাং দাবি করছে গ্যালাক্সি এস নাইন প্লাসে চার্জ থাকবে দীর্ঘক্ষণ। কেননা, এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
জিরোলেমন জানিয়েছে তাদের নতুন এই পাওয়ার ব্যাংকটি ফোনটিকে গরম করবে না। এতে লি-পলি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই কেসিং ব্যবহারে ফোনের আয়ু বাড়াবে ১১৫ ঘন্টা। ফলে এস নাইন দিয়ে ৩০ ঘণ্টা একটানা কথা বলা যাবে। ৬১ ঘণ্টা গান শোনা যাবে।
কেসিংটিতে চার রঙের এলইডি নোটিফিকেশন রয়েছে। এই বাতিগুলো জানিয়ে দেবে কেসিংয়ে চার্জের লেভেল। কেসিংটি ফোনটিকে আঁতড় পড়া থেকে রক্ষা করবে।
ডিভাইসটির দাম ৩৯.৯৯ ডলার।