গাইবান্ধা তওহীদ প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রংপুর ব্যুরো: গাইবান্ধা জেলা শাখা হেযবুত তওহীদের আয়োজনে তওহীদ প্রীতি ফুটবল ম্যাচ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ‘রঙ্গপুর ক্রীড়া চক্র’ রংপুর জেলা হেযবুত তওহীদ ও ‘অগ্রদুত ক্রীড়া সংঘ’ গাইবান্ধা হেযবুত তওহীদের মধ্যকার ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন হেযবুত তওহীদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব আশেক মাহমুদ।
খেলায় নির্ধারিত সময়ে অগ্রদূত ক্রীড়া সংঘ গাইবান্ধা রঙ্গপুর ক্রীড়া চক্র রংপুরকে ৬-১ গোলে পরাজিত করে।
নৈপুণ্য খেলা উপহারে দলে হয়ে একাই ৫ গোল দিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন গাইবান্ধা দলের সাইফুল ইসলাম।
পরে প্রীতি ফুটবল ম্যাচের প্রধান অতিথি আশেক মাহমুদ, বিশেষ অতিথি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এহসানুল হক কবির ও আমন্ত্রিত অতিথি দৈনিক বজ্রশক্তির রংপুর ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক মোহাম্মদ আলী সহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স আপ দলের অধিনায়ক ও খোলোয়াড়ের হাতে ট্রফি প্রদান করেন।