কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন চলছে

শাহ্ আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনের উপ-নির্বাচনে শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। তবে ভোট কেন্দ্র গুলোতে সকাল ৯টা পর্যন্ত ভোটারদের উপস্থিতি তেমন লক্ষ করা যায়নি। ভোট গ্রহন চলবে সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
আসনটি উলিপুর উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং চিলমারী উপজেলার ৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৭৫জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৯টি, গুরুত্বপুর্ণ কেন্দ্রের সংখ্যা ৬৯টি।
নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে ১৩ প্লাটুন বিজিবি, ৪০টি র‌্যাবের টিমমহ বিপুল সংখ্যক পুলিশ ও আনসার নিয়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে নির্বাচন কমিশন।
উপ-নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অধ্যাপক এমএ মতিন ও জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী অধ্যাপক ডাঃ আক্কাছ আলী সরকার।
সকালে জাতীয় পার্টির প্রার্থী ডাঃ আক্কাছ আলী সরকার উলিপুরের বুড়াবুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ও আওয়ামীলীগ প্রার্থী এমএ মতিন উলিপুরের এমএস স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে ভোট প্রদান করেছেন।
রির্টানিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন জানান, কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোট গ্রহন চলছে। ভোট গ্রহন চলবে বিকেল ৪ টা পর্যন্ত। আমাদের পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অন্যদিকে নির্বাচনের দায়িত্ব পালন করতে যাওয়ার সময় সকালে উলিুপরের মাঠের পাড় নামক এলাকায় মোটরসাইকেল ট্রুলির সংঘষে মিঠু কুমার নামের এক পোলিং এজেন্ট নিহত হয়েছেন। সে সাদুয়া বামার সরকারী প্রাথমিক বিদ্যালয় ১১৬ নাম্বার ভোট কেন্দ্রের পোলিং এজেন্ট ছিলেন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *