কুড়িগ্রামে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন
শাহ্ আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক যোগে মাদক, ইভটিজিং বাল্যবিবাহকে লাল কার্ড এবং সত্যবাদিতা, মানবতা ও দেশ প্রেমকে সবুজ কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছে।
এ উপলক্ষে বুধবার নাগেশ্বরী উপজেলা প্রশাসন বিদ্যালয়ে শপথ গ্রহন ও আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা নির্বাহী অফিসার শংঙ্কর কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জুর আলম, প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক প্রমূখ।
এসময় ছেলেদের ২১ ও মেয়েদের ১৮ বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে ও শিক্ষার্থীদের সকল প্রকার মাদক সেবন না করার এবং সব সময় সত্য কথা বলার শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার।