কিশোরগঞ্জ সোনামণি আইডিয়াল স্কুলের আনন্দ র‌্যালী

রউফৃল আলম, কিশোরগঞ্জ: নীলফামারী জেলার কিশোরগঞ্জ সোনামণি আইডিয়াল স্কুলের ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনি ও বৃত্তি পরীক্ষায় উপজেলায় প্রথম ও কিন্ডার গার্টেন বৃত্তি পরীক্ষায় কেজি হতে ৫ম শ্রেণী পর্যন্ত ৯০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত হয়ে রংপুর বিভাগে দ্বিতীয় স্থান অধিকার অর্জন করায় প্রতিষ্ঠানের সহস্রাধিক ছাত্রছাত্রী ও সন্মানিত অভিভাবক মন্ডলী, ম্যানেজিং কমিটি ও শিক্ষক মন্ডলী মঙ্গলবার সকাল ১১ টায় আনন্দ র‌্যালী ও মিষ্টি বিতরণ করেন।
র‌্যলিীটি সোনামণি আইডিয়াল স্কুল হতে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। উল্লেখ্য যে, ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত অদ্যাবধি পরপর ৯ বার উপজেলায় প্রথম স্থান ও কিন্ডার গার্টেন বৃত্তি পরীক্ষায় ২০১৭ সালে রংপুর বিভাগীয় দ্বিতীয় স্থান অধিকার করার গৌরব অর্জন করেন।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আলী আকবর এ সাফল্যের জন্য সর্বস্তরের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *