কিশোরগঞ্জে “জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র কর্মপরিকল্পনা” শীর্ষক সেমিনার
রউফুল ইসলাম, কিশোরগঞ্জ: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে “জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র কর্মপরিকল্পনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১.৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে “জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র কর্মপরিকল্পনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ খালেদ রহীম, জেলা প্রশাসক, নীলফামারী। বিশেষ অতিথি মোঃ রশিদুল ইসলাম উপজেলা পরিষদ চেয়ারম্যান, কিশোরগঞ্জ। ১ নং বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান, বাহাগিলি ইউপি চেয়ারম্যান আতাউর রহমান দুলু শাহ, নিতাই ইউপি চেয়ারম্যান ফারুক উজ জামান ফারুক, পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন, রণচন্ডী ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমান, কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজুসহ কিশোরগঞ্জ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ। প্রিন্ট মিডিয়ার সাংবাদিক রউফুল আলম ও জাহাঙ্গীর প্রমুখ।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মেহেদী হাসান “জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র কর্মপরিকল্পনা” শীর্ষক সেমিনারের সভাপতিত্ব করেন।