কিম ইয়োং চোলের সঙ্গের বৈঠকে বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

উত্তর কোরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ নেতা কিম ইয়োং চোলের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। দেশটির পররাষ্ট্র দপ্তর একথা জানিয়েছে। খবর এএফপি’র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, দুই নেতা সিঙ্গাপুর শীর্ষ সম্মেলনের যৌথ বিবৃতির চারটি স্তম্ভের সবগুলোর অগ্রগতির ব্যাপারে আলোচনা করবেন। এর মধ্যে কোরীয় উপদ্বীপে একটি চূড়ান্ত, পূর্ণাাঙ্গ ও যাচাইযোগ্য পরমাণু নিরস্ত্রীকরণ অর্জনের বিষয়টিও রয়েছে।

বিবৃতিতে জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার কথা তুলে ধরা হয়েছে। শীর্ষ সম্মেলনের পরে দুপক্ষের মধ্যে প্রায় পাঁচ মাস ধরে মতবিরোধের পর এই বৈঠকটি হতে যাচ্ছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র উ. কোরিয়ার উপর থেকে অবরোধ তুলে না নিলে পিয়ংইয়ং পুনরায় তাদের পরমাণু অস্ত্র কর্মসূচি শুরু করার কথা ‘গুরুত্বের’ সঙ্গে বিবেচনা করবে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *