কালজয়ী চলচ্চিত্র ‘চৌরঙ্গী’ তে সুপ্রিয়ার চরিত্রে জয়া আহসান
মহানায়ক উত্তম কুমার ও সুপ্রিয়া দেবী অভিনীত কালজয়ী চলচ্চিত্র ‘চৌরঙ্গী’ নতুন করে ফিরে আসছে টালিগঞ্জের পর্দায়। আর নতুন এই ছবিতে সুপ্রিয়া দেবী অভিনীত করবী গুহ চরিত্রে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। উত্তম কুমার অভিনীত ‘স্যাটা বোস’চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিত।
১৯৬২ সালে শঙ্করের লেখা সর্বাধিক বিক্রিত উপন্যাস ‘চৌরঙ্গী’-ই নাকি সে সময় বাঙালি পাঠককে পাঁচতারা হোটেল প্রথম চিনিয়েছিল। ঝাঁ চকচকে সেই হোটেলের পেছনে থাকা রক্তমাংসের কিছু মানুষের নেপথ্য কাহিনী ছিল এই উপন্যাস। সেই সময়ের স্ক্যান্ডাল, হাই সোসাইটির মুচমুচে গসিপ, এয়ার হোস্টেসদের জীবনের গল্প-শংকরের চোখ দিয়েই প্রথম জেনেছিল বাঙালি। আর সেই উপন্যাস অবলম্বনে ১৯৬৮ সালে নির্মিত হয়েছিল চলচ্চিত্র ‘চৌরঙ্গী’। এবার সেই চলচ্চিত্র অবলম্বনেই পরিচালক সৃজিত মুখার্জি নির্মাণ করবেন নতুন চলচ্চিত্র। যদিও ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি।