কানাডার প্রাদেশিক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বিজয়ী

কানাডার অন্টারিওর প্রাদেশিক নির্বাচনে স্কারবারো সাউথওয়েস্ট আসন থেকে প্রথম বাংলাদেশি হিসেবে এমপিপি পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম।

গতকাল বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাতেই ফল ঘোষণা করা হয়।

ডলি বেগম ভোট পেয়েছেন ১৬ হাজার ৯৪২ ভোট, যা তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বীর চেয়ে পাঁচ হাজার বেশি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির গ্রে এলিস।

নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) হয়ে প্রার্থী ছিলেন ডলি। ডলির জন্ম বাংলাদেশের মৌলভীবাজার জেলায়। ১১ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে তিনি কানাডায় চলে যান।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *