কাউনিয়া হাসপাতালে নিথর পরে রয়েছে ৭০ বছর বয়স্ক অজ্ঞাত এক বৃদ্ধা
কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ মানবতা যেন নিরবে কাঁদে,রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত ৭০বছর বয়সের এক বৃদ্ধা নিথর পরে রয়েছে। তার দেখভালকরার কেউ নেই।
সরেজমিনে জানা গেছে, গত প্রায় ১৫/১৬ দিন আগে বালিকাবিদ্যালয় মোড়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ধারে ৭০ বছরবয়স্ক এক বৃদ্ধা অসুস্থ অবস্থায় কাঁদতে দেখে কয়েকজনস্থানীয় লোক তাকে জিজ্ঞাসাবাদ করতে করতেই সে মাটিতেলুটিয়ে পড়ে, পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে তারবাড়িঘর কিছুই বলতে পারেনা। অস্পষ্ট ভাষায় শুধু বলে তারছেলে নুর ইসলাম আর কিছুই বলতে পারে না। উপজেলা স্বাস্থ্যও পঃপঃ কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস জানান, তার যথাযথচিকিৎসা চলছে। কিন্তু সে বেডে থাকছে না, হাসপাতালেরবিভিন্ন স্থানে পায়খানা প্রসাব করে পরিবেশ নষ্ট করে ফেলছে।যার প্রভাব অন্যান্য রোগীদের উপর পড়ছে। এব্যাপারেউপজেলার মিটিং এ আলোচনা করা হয়েছে, কিন্তু কেউ তারদায়িত্ব নিতে এখন পর্যন্ত এগিয়ে আসে নাই। কত মানবাধিকারসংগঠন, রোগী কল্যান সংগঠন রয়েছে কেউই তার দায়িত্বনিচ্ছে না। তিনি আরো বলেন, তার মানসিকসহ উন্নত চিকিৎসাপ্রয়োজন। অজ্ঞাত ৭০ বছরের এই বৃদ্ধাকে দেখে মনে হয়,মানবতা আজ নিরবে কাঁদে।