কাউনিয়া মোঃ হোঃ মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
কাউনিয়া প্রতিনিধি,রংপুর: রংপুরের কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয় এর ৬ষ্ঠ শ্রেণী ভর্তি পরীক্ষা বুধবার ৩ডিসেম্বর বেলা ১১টায় সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষা ৫০মিনিটে ৫০মানের এমসিকিউ পদ্ধতিতে নেয়া হয়। পুলিশ প্রশাসনের সহযোগীতাসহ ৬ষ্ঠ শ্রেণী ভর্তি পরীক্ষায় পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।
কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী জানান, সরকারী নীতিমালা অনুযায়ী ৬ষ্ঠ শ্রেণীতে ৩শাখায় ১৮০জন ভর্তি করা যাবে। আসন সংখ্যার চেয়ে অধিক শিক্ষার্থীর ভর্তি ফরম জমা হওয়ায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধা মূল্যায়নের মাধ্যমে ভর্তি নেয়া হবে। জানা গেছে, এবারে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি ফরম বিতরণ হয় ২৮৩টি এবং ভর্তি পরিক্ষায় অংশ গ্রহন করে ২৭৯জন।