কাউনিয়া কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
মিজান, কাউনিয়া প্রতিনিধি: উত্তরের জনপদ রংপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাউনিয়া কলেজ এর এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮শে মার্চ সকালে কলেজ হলরুমে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুসা আহাম্মদ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শাশ^ত ভট্রাচার্জ, মোকাম্মেল হোসেন, আবু দাউদ মোঃ আরেফিন হিমেল, প্রভাষক শফিকুল ইসলাম, আব্দুল জলিল, সরকার আবু ফেরদৌস মোঃ মহসীন হীরা, শাহ রায়হান, পরিক্ষার্থী নাজমূল হাসান, সাদিয়া আক্তার ও শিক্ষার্থী আকাশ রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক খায়রুল ইসলাম, বশীর উদ্দিন (অবঃ), প্রভাষক আবু আশরাফ সিদ্দিক পরাগ, জহির রায়হানসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরে দেশ জাতির মঙ্গল কামনা ও অংশগ্রহনকারী পরিক্ষার্থীদের জন্য দোয়া করা হয়।