কাউনিয়া উপজেলা পরিষদ মাসিক সমন্বয় সভা
মিজান, কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদ মাসিক সমন্বয় সভা ৪মার্চ (বুধবার) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, আশরাফুল ইসলাম, আনছার আলী, শফিকুল ইসলাম শফি, রকিবুল হাসান পলাশ, কৃষি কর্মকর্তা সাইফুল আলম, মৎস্য কর্মকর্তা মনজুরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, সমবায় কর্মকর্তা মাহাবুবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, আনসার ভিডিপি এআই মনিরুজ্জামান প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। শেষে উপজেলার উন্নয়নে সভাপতি প্রশাসনের সকল দপ্তরের সার্বিক সহযোগিতা কামনা করেন।