কাউনিয়া উপজেলা জাপা’র সম্পাদক হিসেবে এ্যড.শাহীনকে দায়িত্ব প্রদান
মিজান,কাউনিয়া প্রতিনিধিঃ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি স্বাক্ষরিত এক বার্তায় কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে সাংগঠনিক শৃংখলাভঙ্গের অভিযোগে পদ থেকে অব্যাহতি প্রদান করেন। এবং গত ২৫-০৮-১৮ইং তারিখে জেলা জাতীয় পার্টির সিদ্ধান্ত মোতাবেক তার স্থলে সাধারণ সম্পাদক হিসেবে এ্যডভোকেট শাহীন সরকারকে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়। এ্যড.শাহীন সরকারকে সাধারণ সম্পাদক ঘোষনা করায় উজ্জীবিত কাউনিয়া উপজেলা জাতীয় পার্টি ও তার সকল সহযোগি সংগঠনের তৃনমুলের নেতাকর্মীরা। তারা নব দায়িত্বপ্রাপ্ত সাধারন সম্পাদকসহ জাতীয় পার্টির জেলা ও উপজেলা নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে জেলা কর্তৃক এ্যড.শাহীন সরকারকে উপজেলা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করায় জাতীয় পার্টি ও সহযোগি সংগঠনের সকল স্তরের নেতাকর্মীবৃন্দ সাধুবাদ জানান।