কাউনিয়ায় ৫বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কাউনিয়া প্রতিনিধি,রংপুর : রংপুরের কাউনিয়ায় রবিবার ২৮জানুয়ারী পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম এর নির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ এর নেতৃত্বে এসআই সুলতান, এসআই সাজ্জাদ, এএসআই কনক, এএসআই সানোয়ার সঙ্গীয় ফোর্সসহ পৃথক বিশেষ অভিযানে উপজেলার হারাগাছের চরচতুরা এলাকা হতে মেনাজ বাজার গ্রামের মজিবর রহমানের পুত্র ৫বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নেছার উদ্দিন(৪৫) কে এবং সারাই পোদ্দারপাড়া হতে পশ্চিম পোদ্দারপাড়া গ্রামের বকুল মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী এনামুল হক(২৯) কে ৫৬পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ অভিযান অব্যাহত ও গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃর্ত মাদক ব্যবসায়ীর নামে নিয়মিত মামলা রুজ্জু করে গ্রেফতারকৃর্তদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।