কাউনিয়ায় সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন


কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার কূর্শা ইউনিয়নের শিবু কুঠির পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়টির সভাপতি ও শিবু কুঠির পাড়া হাটের ইজারাদার এবং স্বাধীন বাংলা ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর ফরহাদ হোসেন সরকার নয়ন এর বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফরহাদ হোসেন সরকার নয়ন। তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর “সেভেন স্টার নয়নের নেতৃত্বে হামলা-লুটপাট, দখল রাজত্বে মানুষ অতিষ্ঠ” শিরোনামে রংপুর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল রংপুর টুয়েন্টিফোর ডটকম-এ আমার সামাজিক সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন একটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরো বলেন, একটি অসাধু মহল নিজের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য কতিপয় ব্যক্তির যোগসাজসে তদন্ত ব্যতিরেখে মনগড়া ভাবে আমার বিরুদ্ধে একটি একপেশে সংবাদ প্রকাশিত করেছে। এসময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, প্রধান শিক্ষক বিনয় চন্দ্র বর্মন, সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন, যুবলীগ নেতা জমশের আলী প্রমূখ।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *