কাউনিয়ায় শিশু কন্যা দিবস পালিত
কাউনিয়া প্রতিনিধিঃ বন অন টাইম প্রকল্পের আওতায় রংপুরের কাউনিয়ায় শিশু কন্যা দিবস ২০১৮ পালিত হয়েছে। “থাকলে কন্যা সুরক্ষিত-দেশ হবে আলোকিত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে ধর্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয়টির হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু। দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওসার জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আবুল কাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকার, প্রধান শিক্ষক আবুল কাশেম। এসময় উপস্থিত ছিলেন বন অন টাইম প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর মাসুদ রানা, রোজিনা আকতার, সাংবাদিক জাহেদুল ইসলাম জসিম প্রমূখ।