কাউনিয়ায় শহীদ আবুল হাশেম এর ২০তম মৃত্যু বার্ষিকী পালন

মিজান,কাউনিয়া প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপজেলা শাখার উদ্দ্যোগে সোমবার (৮ অক্টোবর) পালন করা হলো শহীদ আবুল হাশেম এর ২০তম মৃত্যু বার্ষিকী। তদুপলক্ষ্যে সকালে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলার কূর্শা ইউনিয়নের মীরবাগে আবুল হাশেমের সমাধীস্থতে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সহ-সাধারণ সম্পাদক বাবর আলী’র সঞ্চালনায় আয়োজিত আলোচনায় সভায় বক্তব্য রাখেন জেলা সভাপতি প্রদীপ বর্ম্মন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা আহবায়ক মনিরাম বাবু প্রমূখ। এসময় বক্তারা বলেন, বাংলাদেশের বিভিন্ন লড়াই-সংগ্রাম ও গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে বির্সজন দিয়েছে ছাত্র ইউনিয়নের অনেক তাজা প্রাণ। তৎকালীন রংপুর জেলার কাউনিয়া থানার ছাত্র ইউনিয়নের ছাত্র নেতা আবুল হাশেম শিক্ষার বানিজ্যিকীরণ ও নকল বিরোধী আন্দোলনে নিজের জীবন উৎর্সগ করেন। তারা বলেন, শহীদ আবুল হাশেম মীরবাগ ধর্মেশ্বর মহেশা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে পড়া অবস্থায় ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হন। এছাড়াও শহীদ আবুল হাশেম উপজেলা শাখার গুরুত্বর্পূণ সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি জেলা সংসদের সদস্য পদ লাভ করেন। সে সময়ে রংপুরের শিক্ষার্থীদের স্বার্থরক্ষার প্রতিটি আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিলো। আরো বলেন, ১৯৯৮ সালে কাউনিয়া উপজেলা ছাত্র ইউনিয়ন দ্বারা পরিচালিত নকল বিরোধী ও শিক্ষা বাণিজ্যিকীরণ বিরোধী আন্দোলনের সময় ৮ অক্টোবর রাতের অন্ধকারে স্থানীয় সন্ত্রাসীরা শহীদ আবুল হাশেমকে নৃশংসভাবে হত্যা করে রেললাইনের পাশে ফেলে রাখে। তখন তার ডিগ্রী পরীক্ষা চলছিলো। চিহিৃত সন্ত্রাসী কর্তৃক আবুল হাশেমকে খুন করা হলেও তৎকালীন সময়ের সরকার ও প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। সংগঠন ও তার পরিবার থেকে মামলা করা হলেও এর কোনো সুষ্ঠু তদন্ত ও বিচার আজ পর্যন্ত হয়নি। বক্তারা শহীদ আবুল হাশেম হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের জোর দাবী জানায়।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *