কাউনিয়ায় মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৪
কাউনিয়া প্রতিনিধি,রংপুর : রংপুরের কাউনিয়ায় বুধবার ১৭জানুয়ারী পুলিশ সুপার মিজানুর রহমান এর নির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ এর নেতৃত্বে এসআই সাইফুর, এসআই মমিনুল আজম, এসআই সুলতান, এসআই মাজাহারুল, এএসআই মিজানুর সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুক সাহাবাজ গ্রামের মৃত হেম্মত আলীর পুত্র এমদাদুল হক(২৬) কে ১৫পিস ইয়াবা ট্যাবলেটসহ এবং ভুতছাড়া গ্রামের আব্দুর সালামের পুত্র আক্তার হোসেন(৪৫) কে জিআর-১৭৪/১৪ মূলে, পূর্ব চাঁনঘাট গ্রামের পনের উদ্দিনের পুত্র আব্দুল বাতেন(৫২) ও মৃত আমির উদ্দিনের পুত্র মশিয়ার রহমান(৩০) কে জিআর-১২৯৭/১৬ মূলে গ্রেফতার করে। থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ অভিযান অব্যাহত ও গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, মাদকব্যবসায়ীর নামে মামলা রুজ্জু করে সকল গ্রেফতারকৃর্তদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।