কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতাদেরকর্মশালা

 

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ ইউএসআইডি এর অর্থায়নেপ্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায়ওয়াল্ড মিশন প্রেয়ারলীগ (ল্যাম্ব) কর্তৃক বাস্তবায়নকৃর্তএ্যাডভ্যান্সিং এ্যাডলোসেন্ট হেলথ (এ২এইচ) আয়োজনেরংপুরের কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতাদের দিনব্যাপি কর্মশালা গতকাল বৃহস্পতিবার (১০ই মে) ল্যাম্বঅফিস হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলার তকিপল বাজাররেলগেট জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মতিউররহমান নিজামী রংপুরী, ল্যাম্ব এর উপজেলা কো-অডিনেটরমনজু আরা বেগম, কমিউনিটি ফ্যাসিলেটেটর মোঃ জহুরুলইসলাম প্রমূখ। উক্ত কর্মশালায় ২৪ জন অংশ গ্রহন করে।

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *