কাউনিয়ায় বর্ণাঢ্য র্যালী
মিজান, কাউনিয়া প্রতিনিধি: দেশ উন্নয়নশীলতার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ২২শে মার্চ সকালে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। হাজার হাজার মানুষের অংশগ্রহনে র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটরিয়ামে এসে আলোচনা সভায় সমবেত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, থানা আফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশীদ, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান। অনান্যের মাঝে বক্তব্য রাখেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুসা আহাম্মদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসান, মৎস্য কর্মকর্তা মনজুরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মাহাবুবুল ইসলাম প্রমূখ।