কাউনিয়ায় পেশাজীবী ফোরাম এর আলোচনা সভা
কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলা পেশাজীবী ফোরাম এর আলোচনা সভা শনিবার (২৬শে মে) দুপুরে মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় ফোরামের সভাপতি মোঃ আজিজুল ইসলাম (অবঃ বিডিআর) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি শাহ্ মোঃ আকতার হোসেন, মোছাঃ সেলিনা তালুকদার শিউলী, সম্পাদক সহকারী অধ্যাপক শাহ্ মোঃ মোবাশ্বারুল ইসলাম রাজু, আরডিআরএস এর সিনিয়র নারী অধিকার কর্মকর্তা মোছাঃ শমসেয়ারা বিলকিছ, সিনিয়র সোশ্যাল ডেভেলপমেন্ট কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, ফিল্ড ফেসিলেটেটর অনুপমা রায়। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ফোরামের কোষাধ্যক্ষ প্রভাষক আবু মোঃ আশেক ছিদ্দিক পরাগ, সদস্য হাজী মোঃ মকবুল হোসেন, সাংবাদিক মোঃ মিজানুর রহমান মিজান ও মোঃ জসিম সরকার প্রমূখ। এসময় সর্বসম্মতিক্রমে কমিটি পূনঃগঠন ছাড়াও ফোরামের কার্যকারীতা প্রচার-প্রচারণা, সামাজিক ও পারিবারিক নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধ, অসহায়কে আইনী সহয়তা প্রদানের বিষয়গুলো বক্তব্যে উঠে আসে। পরে সভার সভাপতি এসব সামাজিক ও পারিবারিক অপরাধ বন্ধে সকলের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সহযোগীতা কামনা করেন।