কাউনিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৯
মিজানুর রহমান, কাউনিয়া:
রংপুরের কাউনিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ সন্ধ্যা ছয়টায় কাউনিয়া বাসষ্ট্যান্ডের অদূরে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৬ জন। এরমধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন- রোকসানা (৫৬), কুড়িগ্রামের উলিপুরের রেজাউল (১৭), আব্দুর রাজ্জাক (২৫), ময়মনসিংহ কিশোরগঞ্জ করিমগঞ্জের মাজহারুল (২৮), কুড়িগ্রামের পলাশবাড়ীর মোবারক (২৫) ও কাউনিয়া মীরবাগ এলাকার ড্রাইভার শাহ আলম (৩৫)। পুলিশ জানায়, সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা থেকে আসা কুড়িগ্রামগামী সুরমা পরিবহন ও রংপুরগামী বিআরটিসি’র মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে প্রায় এক ঘন্টা যানচলাচল বন্ধ থাকে।
অপরদিকে গতকাল রাত ৩ টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজা এলাকায় একটি পাথর ও সিমেন্ট বোঝাই দু’টি ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে কাউনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ট-১৪-৩১১৬ নাম্বারধারী পাথর বোঝাই একটি ট্রাক বুড়িমারী থেকে রংপুর এবং খুলনা মেট্রো ট-১১-১৩০৮ নাম্বারধারী সিমেন্ট বোঝাই ট্রাক রংপুর থেকে রাতে লালমনিরহাট যাওয়ার পথে কাউনিয়া প্রান্তে টোলপ্লাজার কাছে আসলে উভয়ের মধ্যে মুখোমুখি এ সংঘর্ষ হয়। এতে দু’টি ট্রাক দুমড়ে মুচড়ে রাস্তায় পড়ে যায়। দুর্ঘটনায় চালকসহ ৩ জন গুরুতর আহত হয়। আহতারা হলেন টাঙ্গাইল মির্জাপুর এলাকার মুজিবুর রহমানের পুত্র ফরহাদ হেসেন (২৫) একই এলাকার মুত সুরেশ চন্দ্রের পুত্র ভবেশ চন্দ্র (৬০) এবং নড়াইল জেলার ইকতার আলীর পুত্র সুরুজ মোল্লাহ (২৯)।