কাউনিয়ায় নিখোঁজ সিরাজুলের লাশ ২৮দিন পর উদ্ধার: গ্রেফতার ২
কাউনিয়া প্রতিনিধি, রংপুর : রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার মালিয়াটারী মধ্যপাড়া গ্রামের মফেল উদ্দিনের নিখোঁজ ছেলে সিরাজুল ইসলাম(৪০) এর লাশ শনিবার ১৩জানুয়ারী উদ্ধার করেছে পুলিশ। জানাগেছে, গত ১৭ডিসেম্বর রাতে সিরাজুল একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় গত ১৯ডিসেম্বর সিরাজুলের ভাই সেরেকুল ইসলাম কাউনিয়া থানায় একটি জিডি করেছিলেন, যাহার জিডি নং ৭২১। পুলিশ প্রশাসনের ব্যাপক অনুসন্ধানে নিখোঁজের ২৮দিন পর একই গ্রামের প্রতিবেশী ফরিদুল ইসলাম কামার এর রান্নাঘরের মেঝেতে পুতে রাখা গলিত লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান, হারাগাছ পৌর মেয়র হাকিবুর রহমান মাষ্টার, কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ, পৌর কমিশনার রমজান আলী বাবু প্রমূখ। লাশ উত্তোলন করে রংপুর মর্গে প্রেরন করা হয়। থানা অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, গত শুক্রবার রাতে ফরিদুল ইসলাম কামার ও তার স্ত্রী মিনি বেগম মিষ্টি কে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্যর ভিত্তিতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। লাশ উত্তোলনের সময় শত শত উৎসুক জনতা ভিড় জমায়। নিহতের স্ত্রী মবিনা বেগম জানায়, আমার স্বামীর হত্যা কারীর যেন ফাঁসি হয়।