কাউনিয়ায় নবগয়া প্রতিষ্ঠার গঙ্গা স্নান অনুষ্ঠিত
কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার পূর্ব পাঞ্জরভাঙ্গা মহাশ্বশ্মানে নবগয়া প্রতিষ্ঠা, গঙ্গাপূজা, গঙ্গাস্নান ও গঙ্গায় অস্থি ক্ষেপন অনুষ্ঠান বৃহস্পতিবার ১৫ই মার্চ অনুষ্ঠিত হয়।
নবগয়ার উদ্বোধন করেন শ্রী রাজেন্দ্রনাথ বর্মন, দিজেন চন্দ্র বর্মন, পষ্পেন্দ্রনাথ বর্মন, নিপেন চন্দ্র বর্মন। পুজা পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত শ্রী পরেশ চক্রবর্তী। কেন্দ্রীয় মহাশ্বশ্মানে সকালে বিভিন্ন পুজা অর্চনা শেষে তিস্তা নদীতে গঙ্গা স্নান করে শতশত হিন্দু ধর্মালম্বী নারী-পুরুষ ও শিশুরা। এসময় উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল, মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার শ্রী অনন্ত কুমার রায়, সমাজ সেবক ডাঃ হরি চন্দ্র বর্মন, ব্যবসায়ী শ্রী রমেশ চন্দ্র রজক প্রমূখ। গঙ্গাস্নানে বিভিন্ন এলাকা থেকে আসা হিন্দু ধর্মালম্বীরা কেন্দ্রীয় মহাশ্বশ্মান তিস্তা নদীর ভাঙ্গন থেকে রোধ ও সংস্কারসহ গঙ্গাস্নানের জন্য একটি ঘাট তৈরীর দাবী জানিয়েছেন।