কাউনিয়ায় ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর আত্মহত্যা
কাউনিয়া প্রতিনিধি, রংপুর : রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর বুড়িরহাট বিশ্বনাথচর এলাকার ছুরোত আলীর ৮ম শ্রেণী পড়ুয়া মেয়ে নাছিমা খাতুন(১৬) কে প্রায় ২মাস আগে ধর্ষণ করে একই এলাকার হযরত আলীর লম্পট ছেলে আলামীন হোসেন(১৯)। এ ঘটনায় বুধবার ১০রাতে উভয় পরিবারের মাঝে কথা কাটাকাটি হলে লজ্জায় সকলের অগচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নাছিমা। উল্লেখ্য যে বিষয়টি নিয়ে কাউনিয়া থানায় প্রায় ২মাস আগে একটি ধর্ষণ মামলা হয়। এ বিষয়ে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ মামলা হওয়ার ঘটনা স্বীকার করে মেয়েটির আত্মহত্যার কথা নিশ্চিত করেন। তিনি বলেন ওই মামলায় চার্জশিট দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে ধামাচাপার চেষ্টা চলছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।