কাউনিয়ায় জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত
কাউনিয়া প্রতিনিধি, রংপুর: রংপুরের কাউনিয়ায় জাতীয় পার্টি উপজেলা শাখার আয়োজনে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত ও গতিশীল এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাম্ভব্য মনোনীত প্রার্থীর বিষয় নিয়ে আলোচনা সভা শুক্রবার ২৩ শে ফেব্রুয়ারী সন্ধ্যায় দলীয় কার্যালয়ে উপজেলা সভাপতি আজিজুল ইসলাম মাষ্টার এর সভাপতিত্বে আলোচ্য বিষয়ের উপর স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
উপজেলা জাতীয় ছাত্র সমাজ সভাপতি মিজানুর রহমান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় পাটি উপজেলা সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ মিনহাজুর রহমান হেনা, সহ-সভাপতি ডাঃ হাবিবুর রহমান, হাসান আলী(সাবেক চেয়ারম্যান), এড. আমজাদ হোসেন, যুগ্ন সম্পাদক ও ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলাল, বালাপাড়া ইউনিয়ন সভাপতি নুরল ইসলাম, সাধারণ সম্পাদক এড. শাহীন সরকার, শহীদবাগ ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান মাষ্টার, হারাগাছ ইউনিয়ন সভাপতি নুরল ইসলাম মাষ্টার, সারাই ইউনিয়ন সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ন সম্পাদক জাহিদ হাসান জুয়েল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টি সভাপতি শামসুল আলম দুলাল, জাতীয় যুব সংহতি সাধারণ সম্পাদক আব্দুর রহিম রুবেল, জাতীয় ছাত্র সমাজ সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি ওতার সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আলোচনায় বক্তারা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে জাতীয় পার্টির ঘাঁটি হিসাবে চিহ্নিত সংসদীয় আসনটিতে যোগ্য প্রার্থীর নেতৃত্বে পূর্ণঃদ্ধারের আশাবাদ ব্যক্ত করেন।