কাউনিয়ায় জমি সংক্রান্ত সংর্ঘষে অন্তঃসত্বার গর্ভপাতসহ আহত-২
কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় জমি সংক্রান্ত জের ধরে এক সংঘর্ষে ৫মাসের অন্তঃসত্বার গর্ভপাতসহ ২জন আহত হয়েছে। পারিবারিক সুত্রে জানা যায়, উপজেলার খোপাতী গ্রামের মহির উদ্দিনের পুত্র জসিম উদ্দিন ও জহির উদ্দিন এর জমি সংক্রান্ত ঘটনার জের ধরে শনিবার (৭ই মার্চ) মঞ্জুরুল ইসলাম ও তার স্ত্রী রাবেয়া খাতুনের উপর লাঠি সোটা নিয়ে আক্রমন করলে উভয়ে মারাতœক আহত হয়। এসময় এলোপাথারী মার-ডাং ও কিল-ঘুঁষি এবং রাবেয়া খাতুনের পেটে লাথি মারলে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এরপর এলাকাবাসী তাদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রোগীর অবস্থার মারাতœক অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। পরে রবিবার সকাল ৮টার দিকে রাবেয়া খাতুনের ৫মাসের গর্ভের সন্তান মারা যায়। এ ঘটনায় কাউনিয়া থানায় অভিযোগ করা হয়েছে ।