কাউনিয়ায় গ্রাম আদালত বিষয়ক গ্রাম পুলিশদের সমাপনী কর্মশালা
মিজান, কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসন এর আয়োজনে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প এর আওতায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী চলা সমাপনী কর্মশালা ৪মার্চ (বুধবার) বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটরিয়ামে নির্বাহী অফিসার ও কোর্স সমন্বয়কারী এসএম নাজিয়া সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইএসডিও এর জেলা গ্রাম আদালত সমন্বয়কারী মাহাবুবুল হক, ইউএনডিপি ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর মতিউর রহমান। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন ইএসডিও এর উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী হাফিজ আল আসাদ, গ্রাম আদালত সহকারী জুলহাস হোসেন সোহাগ, রুহুল আমিন প্রমূখ। কর্মশালায় বালাপাড়া ও শহীদবাগ ইউনিয়নের ১৮জন গ্রাম পুলিশ অংশগ্রহন করে।