কাউনিয়ায় গ্রাম আদালতের ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি সভা
কাউনিয়া প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি’র অর্থ ও কারিগরী সহয়তায় এবং সহযোগি সংস্থা ইএসডিও এর সহযোগিতায় বুধবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার শহীদবাগ ইউনিয়ন পরিষদ হলরুমে গ্রাম আদালতের ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটিতে শহীদবাগ ইউপি চেয়ারম্যান এমএ হান্নান এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী হাফিজ আল আসাদ। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রফিকুল ইসলাম, খাইরুল ইসলাম দুলাল, নরুন নবী, মতিয়ার রহমান, সফিকুল ইসলাম, জয়গুন বেগমসহ কমিউনিটি সদস্য ও এলাকার সূধীবৃন্দ। সভায় গ্রাম আদালত এবং গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় অংশগ্রহনের অধিকার, সুযোগ ও প্রয়োজনীয়তা সর্ম্পকে পর্যালোচনা এবং ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় অংশগ্রহনের জন্য উদ্বুদ্ধ করা বিষয়ে বিষদ আলোচনা করা হয়।