কাউনিয়ায় এইচএসসি, আলিম ও বিএম পরীক্ষায় অনুপস্থিত-২৩

মিজান, কাউনিয়া প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলার ৫টি পরিক্ষা কেন্দ্রে চলতি এইচএসসি, আলিম ও বিএম পরীক্ষা ২এপ্রিল (সোমবার) কোন প্রকার অপ্রতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ছিল ২৩জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন জানান, কাউনিয়ার ৫টি কলেজ ও ১টি মাদ্রাসা কেন্দ্রে এইচএসসি, আলিম ও বিএম শাখার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে কাউনিয়া কলেজে এইচএসসিতে ২৭৫জনের মধ্যে অনুপস্থিত ১জন, বিএম শাখায় ১৮৬জনের মধ্যে ৫জন, মহিলা কলেজে ৬৫০জনের মধ্যে ৪জন, হারাগাছ কলেজে ৪৭১জনের মধ্যে ৪জন, মডেল কলেজে ৫৬৯জনের মধ্যে ৩জন, মীরবাগ কলেজে ১৩৭জনের মধ্যে ১জন এবং নিজপাড়া মাদ্রাসা কেন্দ্রে ২৪৩জনের মধ্যে ৫জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলা নির্বাহী অফিসার এসএম নাজিয়া সুলতানা পরীক্ষা কেন্দ্র গুলো মনিটরিং করেন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *