কাউনিয়ায় অগ্নিকান্ডে ৫টি পরিবারের বাড়িঘর পুড়ে ছাই : অগ্নিদগ্ধ-১

মিজান, কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের রামচন্দ্রপুর ইন্ডিয়াটারীতে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি পরিবারের বাড়িঘর পুড়ে ছাই ও ১জন অগ্নিদগ্ধ হয়েছে।
পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আনুমানিক রাত ২টা ৩০মিনিটের দিকে আঃ হাকিমের পুত্র মন্তাজ আলীর গোয়াল ঘরে কয়েলের আগুন থেকে অগ্নিপাতের সূত্রপাত হয়। তা নিমিশেই ৫টি পরিবারের বাড়িঘর, আসবাবপত্র, ধান চাউল, ভ্যান, সাইকেল, সেলাই মেশিন, সেচ মটার, হাঁস-মুরগীসহ নগদ ১লাখ ৫৪হাজার টাকা পুরে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে ক্ষতির পরিমান প্রায় ২০লাখ টাকা। ক্ষতিগ্রস্তরা হলেন- মন্তাজ আলীর ৫কক্ষ বিশিষ্ট ৫০হাত টিনের ঘর ও নগদ ১লাখ টাকা, আঃ সামাদ এর একটি ঘর, সাহের আলী গাটু’র ২টি টিনের ঘর ও নগদ ৪হাজার টাকা, সাকিরা খাতুন এর ১টি টিনের ঘর ও নগদ ৫০হাজার টাকা, আছিয়া খাতুন এর ১টি টিনের ঘর। এছাড়াও সকলের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের সময় ঘরের মালামাল বের করতে গিয়ে মন্তাজ আলী গুরুতর অগ্নিদগ্ধ হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে হারাগাছ, কাউনিয়া ও রংপুর ফায়ার সার্ভিস এসে প্রায় ৩০মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। অগ্নিকান্ড এলাকা স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার এবং ইউপি সদস্য তবারক আলী পরিদর্শন করেছেন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *